বাসস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: অনির্দিষ্টকালের তৃতীয় দিনের অবরোধ চলাকালে দুর্বৃত্তরা রাজধানীর আব্দুল্লাপুর বাসস্ট্যান্ডে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে ।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ আগুন দিয়ে দুর্বৃতাতরা পালিয়ে যায়। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি যাত্রীবাহী চলন্ত বাসের গতিরোধ করে কয়েকজন যুবক। গতিরোধের পর বাস দুটির যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস প্রধান কার্যালয় থেকে নিলুফার ইয়াসমিন জাস্ট নিউজকে জানান, সন্ধ্যায় একই সঙ্গে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। বাস দুটি হলো- ঢাকা মেট্রো-জ-১১-৪৪১ ও ঢাকা মেট্রো-জ-১১-২৬৪২।তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানান তিনি।