ঢাকা: অবিশ্বাস হলেও সত্য কলমের দাম ১১ কোটি কলমটাকা। যদি প্রশ্ন করা হয়, পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় ও দামি বস্তু কোনটি? উওর হিসেবে কলমের নাম আসতেই পারে। কিন্তু  তুলনামূলক বিচারে প্রয়োজনীয় হয়েও এই কলমই বোধ হয় সবচেয়ে সস্তা বস্তু। তবে সৌখিনতার সরূপ দামি কলম যে নাই তা কিন্তু নয়।

এগুলোর দাম ৫০ টাকা থেকে ৫ হাজার এমনকি ১০ হাজার টাকা পর্যন্তও রয়েছে। কিন্তু একেবারে ১১ কোটি ৩৮ লাখ টাকা দামের কলমও তৈরি হবে তা কিন্তু আমাদের কল্পনার বাইরে ছিল।

কেউ না ভেবে থাকলেও এমন দামের কলম তৈরি করেছে যুক্তরাজ্য। দেশটির অর্থে এটির মূল্য ৮ লাখ ৯০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৭৫০ টাকা।

‘অরোরা দায়ামন্তে ফাউন্টেন পেন’ নামক এ কলমগুলো পাওয়া যাচ্ছে দেশটির অভিজাত ডিপার্টমেন্টাল স্টোর হ্যারডসে।

এদিকে, হ্যারডস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ১৮ ক্যারট হলুদ ও সাদা সোনা এবং ১ দশমিক ৮ ক্যারট বহুমূল্যমানের নীল ডায়ামন্ড খচিত এই কলমগুলোর নকশা মূলত ভারতীয় উপমহাদেশের প্রসিদ্ধ মোঘল আমলের বিভিন্ন স্থাপত্য থেকে অনুকরণ করা হয়েছে।