পুরুষঢাকা: সামাজিক নিউজ সাইট রেড্ডিটে একজন ব্যক্তি দাবি করেছেন তার দুটি পুরুষাঙ্গ রয়েছে। আজ এ খবর দিয়েছে হাফিংটন পোস্ট। ওই ব্যক্তি শুধু দাবি জানিয়েই ক্ষান্ত হননি, তার দাবির সপক্ষে ছবিও পোস্ট করেছেন রেড্ডিটে।

ডিডিডি ছদ্মনামে এই ব্যক্তির মতে, তিনি জন্মগতভাবে বিরল ডায়াফেলিয়া রোগে আক্রান্ত। বুধবার পোস্ট করা ছবিতে তিনি নিজের পুরুষাঙ্গ প্রদর্শন করেছেন। লোকটি তার পোস্টের শিরোনাম দিয়েছিলেন, আস্ক মি এনিথিং। তার পোস্টে ১২ হাজার মন্তব্য পড়েছে।

ওই ব্যক্তি জানিয়েছেন, শৈশবে তার একটি পুরুষাঙ্গ বাদ দেওয়ার কথা চিন্তা করা হলেও তিনি এ অবস্থায় ভাল আছেন বলে তা আর করা হয়নি। তিনি আরও জানিয়েছেন, দুটি পুরুষাঙ্গই মূত্রপাতের কাজে ব্যবহার করেন। যৌনতাতেও দুটি অঙ্গ সাড়া দেয়। তবে ডানদিকের অঙ্গটি বেশি সংবেদনশীল।

অনেকেই তার এ দাবি ভূয়া মনে করলেও দেখার আগ্রহ প্রকাশ করেন বলে জানান তিনি। চিকিৎসা বিজ্ঞানে ডায়াফেলিয়ার উদাহরণ আছে। তবে এ রোগে রোগীর প্রথম বছরেই একটি অঙ্গ বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ রোগের প্রথম উদাহরণ পাওয়া যায় ১৬০৯ সালে। যুক্তরাষ্ট্রে ৫৫ লাখ মানুষের মধ্যে একজনে এ রোগ দেখা যায়।