পূর্নিমাআলমগীর হোসেন, ঢাকা: বছরের শুরুতেই ফের চলচিত্রে আসছেন পূর্ণিমা। দীর্ঘদিন চলচিত্রে কম দেখা গেলেও এবার বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ ছবিটি।

সর্বশেষ গত বছরের মাঝিমাঝি সময়ে মুক্তি পায় পূর্ণিমা অভিনীত ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ ছবিটি। এর মধ্যেই কেটে গেছে প্রায় অর্ধবছর, মুক্তি পায়নি পূর্ণিমা অভিনীত নতুন কোনো চলচ্চিত্র।

ফলে পূর্ণিমা ভক্তরা হয়ে পড়েছেন তৃষ্ণার্ত। তাদের সেই তৃষ্ণা মেটাতে বছরের প্রথম মাসের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ ছবিটি। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া এই ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন নায়ক আমিন খান ও রিয়াজ।

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে গত কয়েক সপ্তাহ ধরে, প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ছবি মুক্তি দেওয়া থেকে বিরত রয়েছে। সে হিসেবে সন্ধানী কথাচিত্র প্রযোজিত ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ ছবিটি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতার কারণে ছবিটির ব্যবসায়িক সফলতা নিয়ে সন্দেহ থাকলেও, কেবল মাত্র নায়িকা পূর্ণিমার অভিনয় নৈপুণ্যের উপর ভিত্তি করেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্রটি সর্ম্পকে নায়িকা পূর্ণিমা বলেন, ‘ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদি। কারণ ছবিটি অনেক বেশি তারকা সমৃদ্ধ। তাই আশা করছি দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি উপভোগ করবে।

আবারো রিয়াজের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে এই নায়িক বলেন, ‘অনেক দিন পর রিয়াজের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছি। এক সময় আমাদের জুটিকে দর্শক সাদরে গ্রহণ করতো। আশা করছি আবারো সেই সময়টা ফিরে আসবে।

উল্লেখ্য, নবম শ্রেণীর ছাত্রী থাকা অবস্থায় ১৯৯৮ সালে চিত্রনায়িকা পূর্ণিমা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এই জীবন তোমার আমার’ মুক্তি পায়। আর পূর্ণিমা অভিনীত সবচেয়ে সফল চলচ্চিত্র ‘মনের মাঝে তুমি’ মুক্তি পায় ২০০৩ সালে।