কানাডাস্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রুডেন বৈঠকে সন্ধ্যা বসবেন। মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০টায় খালেদা জিয়ার গুলশানের বাসায় তারা এ বৈঠকে বসবেন।

এর আগে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, যুক্তরাজ্য হাইকমিশনার রবার্ট গিবসনও খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার পর বেগম খালেদা জিয়ার ওপর আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়। ২৬ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত টানা ১৩ দিন ধরে তাকে গুলশানের নিজ বাসভবনে অবরুদ্ধ করে রেখেছে সরকার।