ঢাকা: ক্যান্সার চিকিৎসায় নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সম্প্রতি দেশটির চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা ন্যানো রোবটের সাহায্যে ক্যান্সার নিরাময়ে সফলতা অর্জন করেছেন। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। খবর –ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ান সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এক গবেষণায় এই প্রযুক্তি ইঁদুরের উপর প্রয়োগ করে সফলতা অর্জন করেছেন গবেষকরা।

গবেষকরা এই প্রযুক্তির নাম দিয়েছেন ব্যাকটেরিওবোট। এই প্রযুক্তি  জিন প্রকৌশলের মাধ্যমে স্যালমোনেলা ব্যাকটেরিয়ার সাথে ৩ মাইক্রো মিটার আকারের আণুবীক্ষণিক রোবট সংযুক্ত করে রোগীর শরীরে প্রবেশ করানো হবে। এই রোবট স্বয়ংক্রিয়ভাবে আক্রান্ত কোষ চিহ্নিত করে ঔষধ নিঃসরণের মাধ্যমে ক্যান্সার নিরাময় করবে।

গবেষকদের মতে, এই প্রযুক্তি ক্যান্সারের চিকিৎসায় প্রচলিত কেমোথেরাপিকে পার্শ্ব-প্রতিক্রিয়াহীন করে তুলবে। তবে এখনো পর্যন্ত শুধুমাত্র স্তন এবং মলাশয় ক্যান্সারের চিকিৎসায় এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।