রাবি: বিএনপির ডাকা টানা হrajshahi_university_get_picরতাল-অবরোধের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যলয় ভর্তি পরীক্ষার বৈঠাক শেষে এ সিদ্ধান্তের কথা জনান ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন।

তিনি বলেন, ‘১০ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা তারিখ নির্ধারণ করা হবে।ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সংবাদপত্রে প্রকাশিত হবে।

উল্লেখ্য, রাবির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রথম সময়সূচি দেয়া হয় ১০ থেকে ১৪ নভেম্বর। ১৮ দলীয় জোট হরতাল-অবরোধের কারণে চতুর্থ দফায় ভর্তি পরীক্ষা পিছিয়ে ১০ থেকে ১৪ জানুয়ারি করা হয়েছিল। এবার পঞ্চম বারের মতো স্থগিত করা হলো।