বেনাপোল: ভারতে পাচার হবিএসএফওয়ার পর দুই শিশুসহ ৪ বাংলাদেশীকে বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত দিয়েছে  বিএসএফ।

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত  ২ বছর থেকে শুরু করে ৫ বছর আগে এরা ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহ হোসেন আজকের বাংলাদেশ ২৪.কমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বিএসএফ সদস্যরা দুই শিশুসহ ৪ বাংলাদেশীকে  ফেরত পাঠিয়েছে।

এরা হচ্ছে, রাজশাহী জেলার চারপাড়া গ্রামের আব্দুল লতিফের কিশোরী কন্যা আয়শা খাতুন(১০) , হবিগঞ্জ জেলার সিংড়া গ্রামের তিতু মিয়ার ছেলে জীবন(১৩), রশিদুলের মেয়ে রোমানা খাতুন(২২) ও গোলাম মোস্তফার মেয়ে স্বপ্না বেগম(২৫)।

ফেরত আসা বাংলাদেশীদের সন্ধ্যায় মানবাধিকার সংস্থা বাংলাদেশ মহিলা আইজীবি সমিতি ও যশোর রাইটস এর কর্মকর্তারা তাদের গ্রহন করে নিজ নিজ বাড়িতে পাঠাবে হবে বলে জানান তিনি।