জিএম কাদের আমিনুল ইসলাম, ঢাকা: জাতীয় পার্টির মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন এরশাদের  ছোট ভাই জি এম কাদেরকে। আজ সোমবার জাপা চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সুত্রে জানায়, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জাপা বিভিন্ন নেতার বিভিন্ন বক্তব্য নিয়ে বেকায়দায় আছেন। তাই জাপার মুখপাত্র হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব প্রদান করেছেন।’

জাতীয় পার্টির চেয়ারম্যানের সব নির্দেশনা এ দুই নেতার মাধ্যমে প্রচার ও প্রকাশিত হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘অন্য কেউ পার্টির চেয়ারম্যান বা দলীয় মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে পার্টির পক্ষে নীতি নির্ধারণী বিবৃতি দিতে পারবেন না বলে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তবে দলের মুখপাত্রের বাইরের কোন বক্তব্য দিলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।  এক সাংগঠনিক নির্দেশে জানিয়ে দিয়েছেন। এটা জাতীয় পার্টি ও পার্টির সংসদীয় দল উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।’