চুয়াডাঙ্গায় খুনস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামির বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় এ আদেশ দেন।

র‌্যাব-৩ এর সাব-ইন্সপেক্টর আশিক ইকবাল মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। আদালত শুনানি শেষে প্রত্যেকের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- হুমায়নু কবির (গাড়িচালক), বিল্লাল হোসেন, সবুজ খান, রাজু মুন্সী ও হাবিব হাওলাদার।
২৫ ডিসেম্বর রাজধানীর রামপুরার নিজ বাসার বেডরুম থেকে আফতাব আহমেদের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ছেলে মনোয়ার আহমদ সাগর।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে র‌্যাব। রবিবার রাতে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে নিহতের গাড়িচালকও রয়েছেন।