hortal_picচট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির নেতা মামুন হোসাইন হত্যার প্রতিবাদে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ বৃহত্তর চট্টগ্রামে ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বুধবার সকাল থেকে নগরী কিংবা জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অবরোধে প্রয়োজনের তুলনায় গণপরিবহন কম চলাচল করায় কর্মমুখী মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ উল হাসান বলেন,নগরীতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। তবে নগরীর বিভিন্ন পয়েন্টে নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

এদিকে হরতালের কারণে রাস্তায় গণপরিবহন সংখ্যায় কম হলেও টেম্পু, সিএনজি-টেক্সিসহ হিউম্যান হুইলার চলাচল করছে। গণপরিবহন অপর্যাপ্ততায় দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তবে চট্টগ্রামের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। চালু রয়েছে বিভিন্ন কল-কারখানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস। চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম চললেও বাইরে পণ্য পরিবহন সীমিত আকারে চালু রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এছাড়া জেলার কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবরাখবর পাওয়া যায়নি। মহাসড়কে সীমিত যান চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

হাইওয়ে পুলিশের বারআউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, মহাসড়কে কোন ঝামেলা নেই। বিচ্ছিন্নভাবে কিছু যানবাহন চলাচল করছে। তবে সকাল থেকে দূরপাল্লার যানবাহন তেমন একটা চলাচল করতে দেখা যায়নি।