আরিফুল ইসলাম, ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের বাকি কেন্দ্রেগুলোর নির্বাচন আগামীকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দেশের অবশিষ্ট ৮টি আসনের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওইসব জেলায় সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত এবং বন্ধ হওয়া ভোটকেন্দ্রসমূহ পুনঃভোটগ্রহণ উপলক্ষে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। জাতীয় সংসদের ওই আসনগুলো হচ্ছে দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, বগুড়া-৭, গাইবান্ধা-১, গাইবান্ধা-৩, ও গাইবান্ধা-৪, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১।

এতে বলা হয়, স্থগিত ভোটকেন্দ্রসমূহে সব ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে তফসিলি ব্যাংক বন্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীকে নির্দেশ প্রদান করা হয়।