মতিয়া বাদশা শেরপুর: কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কারের প্রক্রিয়াটি বিধিসম্মত নয় বলে দাবি করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা শহরের উত্তর বাজার নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে বাদশা বলেন, ‘আমার মত অনেকেই আওয়ামী লীগ, কৃষকলীগ ও যুবলীগে থেকেও বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। দলীয় সভানেত্রী আমাকে সম্মেলনের মাধ্যমে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করেছেন।’

বহিষ্কারের বিষয়ে বেগম মতিয়া চৌধুরীকে দোষারোপ করে সংবাদ সম্মেলনে বাদশা আরো বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় বেগম মতিয়া চৌধুরীর কালো হাতের ইশারায় কার্যকরী পরিষদের সভা ছাড়াই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান সংগঠনের গঠনতন্ত্রে নেই।’

বাদশা আরো বলেন, ‘বেগম মতিয়া চৌধুরী ব্যাপক ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। নৈতিক পরাজয়ের আক্রোশে ক্ষুব্দ হয়ে তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেছেন।’ এসময় বাদশা জোর দিয়ে বলেন, ‘আমি কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ছিলাম এবং আছি, যতক্ষণ জননেত্রী শেখ হাসিনা আমাকে ওই পদে বহাল রাখবেন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ সরকারসহ উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।