মির্জা-ফখরুলস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনটি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আইনজীবীর মাধ্যমে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এ আবেদন করেন।

যেকোনো সময় এই আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মির্জা ফখরুলের পক্ষে আদালতে শুনানি করবেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীসহ অন্যান্য আইনজীবীরা।