স্টাফ করেসপন্ডেন্ট, ঢাবিদেশি কূটনীতিকরাকা: একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে এবং একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যতো দ্রুত সম্ভব প্রধান রাজনৈতিক দলকে সংলাপে বসার তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত ।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিকেল ৪টায় সংবাদিকদের এ কথা জানান কূটনীতিকরা।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না এবং যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন সাংবাদিকদের জানান,

তারা চান বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যত দ্রুত সম্ভব দুই দল সংলাপে বসুক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন- ভারত, পাকিস্তান, মিশর, রাশিয়া, চীন, জাপান, কানাডা, সৌদি আরব, ব্রাজিলসহ আরো কয়েকটি দেশের রাষ্ট্রদূত।তবে জামায়াতে ইসলামীকে ছেড়ে এলে বিএনপির সঙ্গে আলোচনা করতে রাজি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বৈঠক সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক বন্ধুরা দুই দলের মধ্যে যত দ্রুত সম্ভব আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে আমরা বলেছি, জামায়াতকে ছেড়ে এলে আলোচনা হতে পারে।’

বিএনপির সঙ্গে আলোচনা নিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে কোনো ধরনের চাপে আছেন কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা চায় দ্রুত সংলাপ হোক। তবে এ বিষয়ে আমরা কোনো চাপে নেই।’বিএনপিকে জামায়াত ছাড়ার প্রসঙ্গে আন্তজার্তিক মহলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে তাদের কোনো স্বচ্ছ অবস্থান জানা যায়নি।’