বেনাপোল বন্দরে বেনাপোল: অবরোধ ও হরতালের ক্ষতি পুষিয়ে নিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সপ্তাহে সাত দিনই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ফলে শুক্রবার সকাল থেকে কাস্টমস ও বন্দরের সব শাখা খোলা হয়।

বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, ভারতের কলকাতা থেকে বেনাপোল বন্দরে পণ্য পরিবহনে মাত্র চার ঘণ্টা সময় লাগে।

এ কারণে ব্যবসায়ীরা বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে বেশী আগ্রহী।
বন্দর সূত্র জানায়,

গত বছরের ২২ অক্টোবর ঢাকার রুপসী বাংলা হোটেলে বাংলাদেশের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন ও ভারতের পক্ষে কেন্দ্রীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সুমিত বোস বেনাপোল বন্দর দিয়ে সপ্তাহে প্রতিদিনই বাণিজ্য সচল রাখার বিষয়ে বৈঠক করেন।

ওই বৈঠকে ২০১৪ সালের শুরু থেকেই সপ্তাহে সাত দিন আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে দু’দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার (সুপার) রাজস্ব কর্মকর্তা ইদ্রিস আলী জানান, বেনাপোল কাস্টমস হাউজের সব শাখা খোলা রয়েছে। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড করা হচ্ছে।