যৌথবাহিনীরকামরুজ্জামান সেলিম,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গাস্থ বিজিবি শনিবার গভীর রাতে ও রোববার ভোরে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ফেন্সিডিল, টেলিভিশনের কার্বন ফ্লিম ও ফ্লিম রেজিষ্টার, পলিথিন প্যাকেট প্রভৃতি।

চুয়াডাঙ্গাস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিনের পরিচালক লেঃ কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, রোববার সকালে ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপি হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গয়রার মাঠ  থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ আটক করে।

কুসুমপুর বিওপি সুবেদার মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল পিপুলবাড়ীয়া মাঠ হতে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদ এবং চার হাজার ভারতীয় টিভির কার্বন ফিল্ম রেজিষ্টার আটক করে।

যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩৮ হাজার টাকা। অন্যদিকে শনিবার রাতে জীবননগরের উথলী ও মাধবখালী মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় প্রায় ১ লাখ টাকা মূল্যের ভারতীয় পলিথিন প্যাকেট ও ফেন্সিডিল আটক করে বিজিবি।