রুহুল আমীন,ঢাকা: অ্যাশেজে
৫-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক।

তবে ৫০ ওভারের ক্রিকেটেও তার দলের অবস্থা শোচনীয়। রোববার তৃতীয় ওয়ানডে সহজেই ৭ উইকেটে জিতে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়া অস্ট্রেলীয়দের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে জয়োৎসবে মেতে উঠতে প্রধান ভূমিকা ডেভিড ওয়ার্নার ও শন মার্শের।

দুজনের ব্যাট থেকেই এসেছে ৭১ রান।তবে ৭০ বলে ৭টি চার ও দুটি ছক্কাসমৃদ্ধ আক্রমণাত্মক ইনিংসের সৌজন্যে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে ওয়ার্নারের হাতে।মার্শ অবশ্য আউট হননি।

চতুর্থ উইকেটে ব্র্যাড হ্যাডিনের সঙ্গে ৬৮ বলে অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি গড়ে ১০ ওভার হাতে রেখেই দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তিনি।মার্শের ৮৯ বলের ইনিংসে চারের সংখ্যা ৭টি। হ্যাডিন অপরাজিত ছিলেন ৩৫ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৩ রান করে ইংল্যান্ড।কুক (৩৫) ও ইয়ান বেল (২৯) ৫০ রানের উদ্বোধনী জুটি গড়লেও অন্যদের ব্যর্থতায় অতিথিদের সংগ্রহ তেমন বড় হয়নি।

তবু ওয়েন মর্গ্যানের ৫৪ ও টিম ব্রেসনানের ২৯ বলে অপরাজিত ৪১ রানের দুটো ভালো ইনিংস আড়াই শ’র কাছাকাছি পৌঁছে দেয় তাদের।৪৭ রানে ৩ উইকেট নেন পেসার নেথান কোল্টার-নাইল।সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর মাইকেল ক্লার্কের লক্ষ্য আরেকটি ৫-০।

খেলা শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক সেই লক্ষ্যের কথা জানিয়ে বলেন, “অবশ্যই আমরা ৫-০তে সিরিজ জিততে চাই। এখন আমরা সেই পথেই এগিয়ে চলেছি।”ক্লার্ক অবশ্য জানিয়েছেন, আগামী শুক্রবার পার্থে চতুর্থ ওয়ানডেতে বিশ্রাম নেবেন। তবে রোববার অ্যাডিলেডে পঞ্চম ও শেষ ম্যাচে খেলবেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৪৩/৯ (কুক ৩৫, বেল ২৯, স্টোকস ১৫, ব্যালান্স ২৬, মর্গ্যান ৫৪, বোপারা ২১, বাটলার ৪, ব্রেসনান ৪১*, ব্রড ১, জর্ডান ১০, ট্রেডওয়েল ২*; কোল্টার-নাইল ৩/৪৭, ফকনার ২/৩৫, ক্রিস্টিয়ান ২/৫২, ডোহার্টি ১/২৮)

অস্ট্রেলিয়া: ৪০ ওভারে ২৪৪/৩ (ফিঞ্চ ২২, ওয়ার্নার ৭১, মার্শ ৭১*, ক্লার্ক ৩৪, হ্যাডিন ৩৫*; বোপারা ১/১৪, স্টোকস ১/২৩, জর্ডান ১/৫৬)

ম্যাচ সেরা: ডেভিড ওয়ার্নার।