স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা উচিত।  যারা এদেশের জন্মই চায়নি এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। জামায়াত-শিবির মূলত একটি জঙ্গীবাদী সংগঠন।তারা রাজনীতির নামে দেশে সন্ত্রাস করছে।

রবিবার সন্ধ্যা সাতটার দিকে দিনাজপুরে নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে মির্জাপুরের স্থানীয় বেসরকারি সংস্থা পিডিএস কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সুলতানা কামাল আরও বলেন, এদেশে সংখ্যালঘু নির্যাতনের ইতিহাস নতুন নয়। বিভিন্ন সময়ে এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা হয়েছে। নির্বাচনে পরাজিত শক্তি, ভূমি দখলদার ও পেশীশক্তির প্রভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি এরই ধারাবাহিকতার অংশ।

এসময় তার সঙ্গে ছিলেন নারী নির্যাতন প্রতিরোধ জোটের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক। পিডিএস এর নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন, পরিচালক ছানোয়ার হোসেন এবং সিরাজুল ইসলাম প্রমুখ।