joliদেশ প্রতিক্ষণ, রাজশাহী :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহান জলির (৩৮) কক্ষ থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে ওই নোট উদ্ধার করা হয়।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, রাতে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাসহ পুলিশ ওই কক্ষে তল্লাশি চালায়। এ সময় আকতার জাহান জলির বিছানায় থাকা ল্যাপটপের নিচ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়।

সুইসাইড নোটে শিক্ষক জলি উল্লেখ করেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ার কারণে আমি আত্মহত্যা করছি। আর আমার ছেলেকে যেন  তার বাবার (প্রাক্তন স্বামী একই বিভাগের শিক্ষক তানভীর আহমেদ) তত্ত্বাবধানে না দেওয়া হয় সে ব্যাপারে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চাইছি।’

বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে শিক্ষক আকতার জাহানের লাশ উদ্ধার করে পুলিশ। তার লাশ বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।