get_mobile_phone_deals-638x357দেশ প্রতিক্ষণ, ঢাকা : ২০২০ সালের জিডিপিতে (মোট জাতীয় উৎপাদন) ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের অবদান রাখবে বাংলাদেশের মোবাইল শিল্প। ২০১৫ সালের জিডিপিতে এ শিল্পের অবদান ছিল ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার; যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে।

মোবাইল ফোন অপারেটরদের বিশ্ব বাণিজ্য সংস্থা জিএসএমএ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকারের সঠিক নীতির কারণে বাংলাদেশের জিডিপিতে মোবাইল শিল্পের অবদান বাড়ছে। ২০১৫ সালের জিডিপিতে মোবাইল শিল্পের অবদান ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। যা ক্রমান্বয়ে বেড়ে ২০২০ সালে ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার হবে। অর্থাৎ ৫ বছরের ব্যবধানে জিডিপিতে এ শিল্পের অবদান প্রায় ৩১ শতাংশ বাড়বে।

জিএসএমএ এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে ২০১৫ সাল পর্যন্ত মোবাইল শিল্পে ৭ লাখ ৮০ হাজার কর্মসংস্থান হয়েছে। ২০২০ সালে এ খাতের কর্মসংস্থান ৮ লাখ ৫০ হাজার পর্যন্ত হবে।

‘অর্থনৈতিক প্রভাব: বাংলাদেশের মোবাইল শিল্প’ শীর্ষক প্রতিবেদনে দেশের অর্থনীতিতে মোবাইল শিল্পের উৎপাদনশীলতার বিষয়ে আলোচনা করেছে জিএসএমএ। এতে বলা হয়েছে, ২০১৫ সালে এ দেশের পণ্য উৎপাদনে মোবাইল শিল্পের অবদান ৭৬০ কোটি ডলার।

ভবিষ্যতে উৎপাদনশীলতায় মোবাইল শিল্পের অবদান আরও বাড়বে। ২০২০ সালে দেশের উৎপাদনশীলতায় মোবাইলের অবদান ১ হাজার ২০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

বাংলাদেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে মোবাইল প্রযুক্তির ব্যবহারও ক্রমান্বয়ে বাড়ছে বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের ১২ কোটির বেশি মানুষ বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করছেন। এদের মধ্যে ৭ কোটি মানুষের কাছে সাড়ে ১১ কোটি হ্যান্ডসেট রয়েছে।