suchokpoton_md2016092416182420170119130127দেশ প্রতিক্ষণ, ঢাকা : কারণ ছাড়াই বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ার দাম। বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে।

সম্প্রতি কোম্পানি দুটির শেয়ার দাম অস্বাভাবিকভাবে বাড়ে। সর্বশেষ চার কার্যদিবসে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের শেয়ার দাম ৩ টাকা ৩০ পয়সা বা ১৭ দশমিক ১৯ শতাংশ বেড়েছে।

আর ৩ কার্যদিবসে তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ারের দাম বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ১১ দশমিক ১৯ শতাংশ।

অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ায় ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। প্রতিষ্ঠান দুটির কাছে অপ্রকাশিত মূল্য সংবেদশীল তথ্য আছে কি না জানতে চায়।

এর প্রেক্ষিতে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইং কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ার দাম অস্বাভাবিকভাবে বাড়ার মতো কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।