4bkba0ebe3638ehamm_800C450দেশ প্রতিক্ষণ, ঢাকা : উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টি’র (বিএসপি) প্রধান মায়াবতী বলেছেন, ‘উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির আমলে মুজাফফরনগরসহ ছোটবড় ৫০০ দাঙ্গা হয়েছে। কোনোভাবেই তারা রাজ্যে ক্ষমতায় ফিরে আসতে পারবে না।’ শনিবার লক্ষনৌতে এক সংবাদ সম্মেলনে মায়াবতী ওই মন্তব্য করেন।

মায়াবতী বলেন, ‘সমাজবাদী সরকারের আমলেই দাদরির ঘটনা ঘটেছে, মথুরার জওয়াহরবাগের ঘটনা হয়েছে যাতে এক পুলিশ কর্মকর্তা পর্যন্ত নিহত হয়েছে। এখানে অরাজক এবং গুণ্ডারা প্রশ্রয় পেয়েছে। সমাজবাদী পার্টি দাঙ্গায় উসকানি দেয়ার কাজ করেছে। তাদের আমলেই সবচেয়ে বেশি দাঙ্গা হয়েছে। মুজাফফরনগর দাঙ্গায় এক লাখেরও বেশি মানুষকে বাড়ি ছাড়তে হয়েছিল। বিজেপি’র চাপে দাদরির ঘটনায় অভিযুক্তদের সমাজবাদী পার্টি বাঁচানোর চেষ্টা করছে। এ সবের পাশপাশি বুলন্দশহরে ধর্ষণের মতো ঘটনাও রয়েছে। গোটা পাঁচ বছর ধরে রাজ্যটিতে সাম্প্রদায়িকতা আধিপত্য বিস্তার করেছে। এখানে জঙ্গলরাজ এবং অপরাধরাজ চলছে। সরকারি জমিতে অবৈধভাবে জবরদখল থেকে শুরু করে লুঠ, ডাকাতি, নারী নির্যাতনের ঘটনায় আইনশৃঙ্খলা শেষ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘গোটা রাজ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। দলে গুন্ডা এবং দাগীদের প্রার্থী করা হয়েছে। এ সকল ঘটনা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে এবং তা চাপা দেয়ার জন্য সমাজবাদী পার্টিতে পারিবারিক নাটক (বাবা মুলায়ম-ছেলে অখিলেশ দ্বন্দ্ব) করা হচ্ছে।’

মায়াবতী বলেন, ‘সমাজবাদী পার্টির সাবেক প্রধান মুলায়ম সিং যাদব পুত্রের (মুখ্যমন্ত্রী অখিলেশ) মোহে নানা নাটক করছেন। ইচ্ছাকৃতভাবে কৌশল হিসেবে তিনি তার ভাই শিবপাল যাদবকে বলির পাঁঠা করেছেন।’

মায়াবতী বলেন, ‘বিজেপি এবং আরএসএস দলিত ও দরিদ্রদের বিরোধী। তারা ক্ষমতায় আসতে পারলে দলিত অনগ্রসর এবং আদিবাসীদের সংরক্ষণ (কোটা)পদ্ধতি শেষ করে দেবে। এ জন্য জনতাকে একজোট হয়ে বহুজন সমাজ পার্টিকে ভোট দিতে হবে। বহুজন সমাজ পার্টি সংখ্যালঘু এবং উচ্চবর্ণের দরিদ্রদের সংরক্ষণ (কোটা) দেয়ার পক্ষে।’

মায়াবতী মুসলিমদের আহ্বান জানিয়ে বলেন, বিরোধীদের দ্বারা প্রভাবিত না হয়ে কেবলমাত্র তাদের কল্যাণকামী দল ‘বহুজন সমাজ পার্টি’কে ভোট দিন। তিনি বলেন, ‘সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে মুসলিমদের তাদের ভোট নষ্ট করা উচিত নয়। বিজেপিকে পরাজিত করার জন্য বহুজন সমাজ পার্টিকেই আপনারা ভোট দিন।’

নোট বাতিলের ফলে নির্বাচনে বিজেপির বিরুদ্ধে রাজ্যের ২২ কোটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে বলেও মায়াবতী মন্তব্য করেন।