CVOনিজস্ব প্রতিবেদক : জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড ক্যাটাগরি পরিবর্তন হয়ে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। ২৩ জানুয়ারি থেকে এ কোম্পানিটির কার্যক্রম ‘জেড’ ক্যাটাগরিতে শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৬ মাসের বেশি সময় উৎপাদন রাখায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। এর আগে গত বছরের ১৭ জুলাই থেকে সিলেট গ্যাস ফিল্ড কনডেনসেট সরবরাহ বন্ধ করে দেয়। কোম্পানিটি কনডেনসেট (গ্যাসের উপজাত) স্বল্পতার কারণে গত ২১ জুলাই থেকে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, কাল থেকে কোম্পানিটির শেয়ার কিনতে কোনো প্রকার মার্জিন ঋণ না দিতে নিষেধাজ্ঞা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।