bsec-600x371নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার দেশের অর্থনীতিতে অবদান রাখছে। সরকার ইতোমধ্যে এ বাজারের জন্য অনেক সংস্কার করেছে। এ বাজার নিয়ে অর্থমন্ত্রী যে স্বপ্নের কথা জানিয়েছেন- আমরাও তার মতো আশাবাদী। তার মতো আমরাও মনে করি, ২০২০ সালে এ বাজার একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে এক বৈঠকের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, এ বৈঠক ছিল অর্থমন্ত্রীর সঙ্গে বিএসইসির নিয়মিত বৈঠক। বৈঠকে অর্থমন্ত্রীর কাছে পুঁজিবাজারের সার্বিক অবস্থা তুলে ধরা হয়।
খায়রুল হোসেন আরও জানান, বৈঠকে অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

এর আগে ধানমন্ডিতে মাইডাস সেন্টারে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনকালে অর্থমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে আমাদের একটা শক্তিশালী পুঁজিবাজার সৃষ্টি হবে। যেখান থেকে আমরা বিভিন্ন বিনিয়োগে আগ্রহ নিতে পারবো। মাত্র ৩ বছর বাকি; এর মধ্যেই পুঁজিবাজার শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস।