4bmt509298b0b7lwrp_800C450দেশ প্রতিক্ষণ, ঢাকা : বায়তুল মোকাদ্দাসে (জেরুজালেম) মার্কিন দূতাবাস স্থানান্তরের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সেন স্পাইসার বলেছেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মোকাদ্দাসে স্থানান্তরের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু খুব শিগগিরই এ নিয়ে ঘোষণা আসার কোনো সম্ভাবনা নেই।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সদ্য শপথ নেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার কথা বলেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের কিছু দিনের মধ্যেই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মোকাদ্দাসে স্থানান্তরের ঘোষণা দেবেন। এ পদক্ষেপ নেয়া হলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি নেতারা।