Employees work in a factory of Babylon Garments in Dhaka January 3, 2014. On the outskirts of Dhaka, Babylon Garments has shortened work shifts to eight hours from the usual 10 and plans to shutter production lines as months of election-related violence disrupts transport and prompts global retailers to curb orders. Picture taken January 3, 2014.  To match BANGLADESH-GARMENTS/  REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: BUSINESS EMPLOYMENT TEXTILE)

দেশ প্রতিক্ষণ, ঢাকা : তৈরি পোশাক শিল্পের কারখানা সংস্কারে ৬ শতাংশ সুদে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ঋণ পাবেন মালিকরা। কারখানা ভবনের সংস্কার, পুনর্গঠন, পুনঃনির্মাণ এবং অগ্নি নিরাপত্তা কাজের জন্য এই ঋণ ব্যবহার করতে পারবেন তারা।

দেশের ২৫টি ব্যাংক ও ১০টি আর্থিক প্রতিষ্ঠান থেকে এই ঋণ নেওয়া যাবে।

ব্যাংকগুলো হলো- কমার্সিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্সিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফারমার্স ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইডিএলসি ফাইন্যান্স, আইআইডিএফসি, আইপিডিসি, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ইউনিয়ন ক্যাপিটাল অ্যান্ড লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

উল্লেখ্য, তৈরি পোশাক শিল্পের কারখানা ভবনের নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংস্কার, পুনর্গঠন, পুনঃনির্মাণ এবং অগ্নি নিরাপত্তা কাজের জন্য দীর্ঘ মেয়াদে ৪ হাজার ২৪০ মিলিয়ন ইয়েন দেবে জাইকা। যা বাংলাদেশ ব্যাংক ২ শতাংশ হারে তহবিল সরবরাহ করবে । আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ওই ঋণ কারখানা মালিকদের ৬ শতাংশ সুদে দিতে পারবে।

৩ বছর গ্রেস পিরিয়ডসহ অন্তত ১৫ বছরের জন্য ৩৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন করতে পারবে প্রতিষ্ঠানগুলো। তবে প্রয়োজন হলে প্রকল্প ব্যবস্তাপনা কমিটির অনুমোদন সাপেক্ষে অর্থের পরিমাণ বাড়তে পারে।