channel_i_tossদেশ প্রতিক্ষণ, ঢাকা : কথার লড়াই শেষ। শুরু হয়ে গেছে মাঠের লড়াই। সিরিজের প্রথম টেস্টে পুনেতে টস জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ৪৮ ওভার পর্যন্ত মাত্র দুটি উইকেট হারিয়েছে সফরকারীরা। ভারত বোলিংয়ে ত্রাস সৃষ্টি করতে না পারলেও রানের চাকায় লাগাম দিয়ে রেখেছে। টেস্ট মেজাজে জমে ওঠা ম্যাচে পাঁচ দিনে হয়তো অনেক ক্রিকেটীয় উত্থান-পতনই থাকবে। শেষে কেউ হাসবে কেউ বিষণ্ণ হবে, আবার ড্রয়ে দুদলই হেসে মাঠ ছাড়তে পারে। তবে একটু আগ বাড়িয়ে বলা যায়, ম্যাচটা জিতে গেছে ভারতই! পরিসংখ্যান অন্তত সেটাই বলছে, টস জিতেই নাকি ম্যাচটা হেরে গেছে অস্ট্রেলিয়া!

দিনের নির্ধারিত খেলার অর্ধেক ওভার পেরিয়ে এসে ২ উইকেটে ১২৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। লড়ে যাচ্ছেন অধিনায়ক স্টিভেন স্মিথ ২২ ও পিটার হ্যান্ডসকম্ব ৭ রানে। স্মিথ হয়তো লড়াইটা অনেকদূর টেনে নিতে চাইবেন। দুর্দান্ত লড়াইয়ে অজিদের ম্যাচে রাখতে চাইবেন। হেরে গেলে এমনিতেই তো দায় বেশিরভাগটাই বর্তাবে অধিনায়কের কাঁধে। পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাচ্ছে, সেই দায় বাড়ানোর কাজটা ইতোমধ্যেই সেরে রেখেছেন স্মিথ।

ভারতের মাটিতে এর আগে সবশেষ যে ছয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়করা, সেই ছয় টেস্টেই হেরে মাঠ ছেড়েছে অজিবাহিনী। স্মিথ বৃহস্পতিবার হাঁটলেন পূর্বসূরিদের পথেই। টস জিতে সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিংয়ের। তাতে কি বিরাট কোহলির হাতে আগেভাগেই ম্যাচটা তুলে দিয়ে এসেছেন স্মিথ?

টসের সময়ই অস্ট্রেলিয়া ম্যাচটা হেরে গেছে, নাকি ইতিহাসের পাতায় নতুন কিছু লিখতে যাচ্ছেন স্মিথ, সেটা জানতে আপাতত পুনেতে জমে ওঠা ব্যাট-বলের লড়াইয়ের দিকে দৃষ্টি রাখতেই হচ্ছে।