channel-i-walshদেশ প্রতিক্ষণ, ঢাকা : শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে শুক্রবার। হায়দরাবাদ টেস্টের পর ছুটিতে যাওয়া কোচিং স্টাফরা তাই ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ প্রথমদিন যোগ দিতে পারছেন না টাইগারদের সঙ্গে।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, ‘এরইমধ্যে সবার ফেরার কথা। ক্যাম্পের শুরু থেকে সবাই থাকবে আশা করি। মারিও ভিল্লাভারায়নের অধীনে কন্ডিশনিং দিয়ে অনুশীলন শুরু হবে। তারপর স্কিল নিয়ে কাজ। হেড কোচ তো অবশ্যই থাকবেন। ওয়ালশের মনে হয় একটু দেরি হবে। বাকি সবাই চলে আসবে।’

শুক্রবার সকাল ১০টায় মিরপুরে শুরু হবে ১৬ সদস্যের টেস্ট দলের অনুশীলন। দলীয় অনুশীলন শুরুর আগে বৃহস্পতিবার মিরপুরে ব্যক্তিগত অনুশীলন করেছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ইনডোরে ব্যাটিংয়ের পর জিমে সময় কাটান তিনি।

শ্রীলঙ্কা সফরের শুরুতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। গলে ৭-১১ মার্চ হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১৯ থেকে ১৯ মার্চ কলম্বোয়। এর আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচ ২-৩ মার্চ। সফরে তিন ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও রয়েছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে মুশফিকবাহিনী।