image (1)দেশ প্রতিক্ষণ, ঢাকা : তিন বছর আগে শুটিং শেষ হয়েছে। কিন্তু মুক্তি পায়নি ‘কামসূত্র থ্রি ডি’। বরং বিতর্কের কারণে এই ক’বছরে একাধিকবার শিরোনামে এসেছে ছবিটি। তবে এ বার বাধা কাটল। সূত্রের খবর, ২০১৭-এর মাঝামাঝি মুক্তি পাবে ছবিটি।

এই ছবির পরিচালক রূপেশ পাল বললেন, ‘‘ছবিটা এ বছরের মাঝামাঝি মুক্তি পাবে। অ্যানিমেশন অনেক ধরনের কাজ হয়েছে এই পর্বে। ফলে কাজ শেষ করতে অনেক সময় লাগল। এতদিন ধরে ছবিটা রিলিজ না হওয়ায় টাকার অঙ্কে ক্ষতি তো হয়েইছে। পাশাপাশি বিভিন্ন বিতর্ক আমাদের ওপর খুব খারাপ প্রভাব ফেলেছে।’’

রূপেশ আরও জানিয়েছেন, এতদিন পর্যন্ত ছবিটা কী নিয়ে সে বিষয়ে তাঁরা কোনও ইঙ্গিত দেননি। তবে এরপর যে ট্রেলর মুক্তি পাবে তাতে বোঝা যাবে ছবির বিষয়বস্তু ঠিক কী। খুব জোর দিয়ে তিনি বলেন, ‘‘নতুন ট্রেলর দেখার পর আগে কী কী হয়েছে সবই দর্শক ভুলে যাবেন।’’

ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শার্লিন চোপড়া। কিন্তু ২০১৪ সালে পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন। তাঁর অভিযোগ ছিল যৌন দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করায় পরিচালক তাঁর বাকি টাকা দিতে নাকি অস্বীকার করেছেন। রুপেশও এই ঘটনায় শার্লিনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। এরপরেও কি ছবির প্রোমোশনে দেখা যাবে শার্লিনকে?

রুপেশের কথায়, ‘‘যে কোনও অভিনেতার থেকে ছবিটা অনেক বড়। শার্লিন তো বলেছিল, এ ছবিতে ও অভিনয়ই করেনি। দর্শকদের বলব, ছবিটা দেখুন। তা হলেই আসল সত্যিটা জানতে পারবেন। আমাদের এখন সম্পর্কটা পুরোপুরি পেশাগত। ও আদৌ প্রচারে আসবে কি না সেটা দেখার জন্য আমিও অপেক্ষা করছি।’’