ILishHutPrimary-Upload-5দেশ প্রতিক্ষণ, ঢাকা : ৮ বছরে ইলিশের উৎপাদন ৯৬ হাজার মেট্রিক টন বেড়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

আজ রোববার সংসদে স্বতন্ত্র সদস্য মো. আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য ৪টি ইলিশ অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। গত ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছে ৩ লাখ ৯৪ হাজার মেট্রিক টন। ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন।

তিনি বলেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়াধীন মৎস্য অধিদপ্তর জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া মোহনা থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী হাজার হাজার অবৈধ বেহুন্দী জাল অপসারণের কারণে মাছ বাধাহীনভাবে উজানে আসতে পেরেছে।

তিনি বলেন, গত মৌসুমে ব্যাপক হারে বড় বড় আকারের অসংখ্য ইলিশ মাছ পাওয়া গেছে।