1481634870নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাসেই অর্থাৎ জুলাইতে নতুন ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, জুলাই নতুন ভ্যাট আইন কার্যকরে কোনো ব্যত্যয় ঘটবে না।

আজ সোমবার সচিবালয়ের নিজ কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ( আইএমএফ) প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী। প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক সুবীর গোকার্নে, ডিএমডি মিটসোহিরো।

অর্থমন্ত্রী বলেন, নতুন ভ্যাট আইন কার্যকরের বিরুদ্ধে থাকা ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কিছু পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির সবকিছুই ভালোভাবে চলছে বলে মন্তব্য করেছে আইএমএফ। তবু আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, বৈঠকে ভ্যাট আইন কার্যকরের পরামর্শ দিয়েছে আইএমএফ। আগামী ১ জুলাই থেকে এ আইন কার্যকর হবে বলে প্রাথমকিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সঙ্গে এনবিআর বসেছে। একটি যৌথ প্রস্তাবনা দিয়েছে এনবিআর-ব্যবসায়ীরা। সেটি আগামী সপ্তাহে হাতে পাব।