ugcনিজস্ব প্রতিবেদক : দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে জাতিসংঘ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কাজ করতে আগ্রহী। মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সঙ্গে সাক্ষাতকালে ইউএন উইমেন কান্ট্রি প্রতিনিধি মিস. ক্রিসচিন হানটার এ প্রস্তাব দেন। ইউজিসি চেয়ারম্যান তার দফতরে ক্রিসচিন হানটারকে স্বাগত জানান এবং যৌন হয়রানি প্রতিরোধ সম্পর্কে ইউজিসি ও বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাঁকে অবহিত করেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, যৌন হয়রানি শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয় বরং বিশ্বব্যাপী একটি সমস্যা। যৌন হয়রানি সারাবিশ্বে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সংঘটিত হয়। তিনি বলেন, যৌন হয়রানি প্রতিরোধের উত্তম পন্থা সামাজিক সচেতনতা গড়ে তোলা। তিনি আরও অবহিত করেন যে, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ করার জন্য কমিটি গঠন করা হয়েছে। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধের জন্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইউজিসি একটি নীতিমালা প্রণয়ন করেছে।