channel_i_sakib-2দেশ প্রতিক্ষণ, ডেস্ক : আইসিসির টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসনটি নিয়ে সাকিব আল হাসান ও রবিচন্দ্রন অশ্বিনের মাঝে যেন মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। এ সপ্তাহে সাকিব তো পরের সপ্তাহে অশ্বিন; তবে কলম্বো টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ঘুরে ফিরে বিশ্বসেরার মুকুটটি এসে বসেছে সাকিবের নামের পাশেই। সাকিব এখন তিন সংস্করণেই শীর্ষে। ওয়ানডে এবং টি-টুয়েন্টির অলরাউন্ডারের তালিকায় আগে থেকেই শীর্ষে ছিলেন টাইগার তারকা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অশ্বিনের ব্যর্থতায় দুই সপ্তাহ আগে শীর্ষে উঠেছিলেন সাকিব। গল টেস্টে নিজের ব্যর্থতায় সপ্তাহ ঘোরার আগেই আসন ছেড়ে দিতে হয়েছিল তাকে। এবার যখন ফিরলেন, তখন ধামাকা পারফরম্যান্স দিয়েই। পি সারায় ব্যাটে-বলে অনন্য সাকিবে ভর করেই যে শততম টেস্টে জয়ের পথটা সহজ হয়ে গিয়েছিল বাংলাদেশের।

টেস্ট অলরাউন্ডারের রাজত্বের মুকুট ফিরে পাওয়ার সংবাদটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি। পি সারায় দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট আর প্রথম ইনিংসে শতক; সেটিই সাকিবকে বসিয়ে দিল শীর্ষে।

আইসিসির সপ্তাহ আগের তালিকায় ৩৮ রেটিং পয়েন্ট হারানো সাকিবের পয়েন্ট ছিল ৪০৩। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পর রেটিং পয়েন্ট বেড়েছে ২৮। তাতে সাকিবের পয়েন্ট এখন ৪৩১! দুইয়ে থাকা অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৮! আর তিনে আরেক ভারতীয় রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৩৮৭!

টি-টুয়েন্টিতে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে থাকা সাকিবের রেটিং ৩৪৭। দ্বিতীয় স্থানে থাকা ম্যাক্সওয়েলের সংগ্রহ ৩৪২ পয়েন্ট। আর ওয়ানডেতে বেঙ্গল টাইগারের রেটিং ৩৭৭। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর সংগ্রহ ৩৪৯ পয়েন্ট।