th (1)দেশ প্রতিক্ষণ, ডেস্ক : জঙ্গিবাদের বিরুদ্ধে আয়োজিত কনসার্টে এবার হাতে গিটার আর কণ্ঠে গান নিয়ে মঞ্চে উঠবেন নগর বাউল জেমস। আগামী শুক্রবার মোহাম্মদপুর থানা সংলগ্ন সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। জেমস ছাড়া এই কনসার্টে আরও সাতটি ব্যান্ড গান করবে। যৌথভাবে কনসার্টটি আয়োজন করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ।

ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘কনসার্টের মূল ফোকাস হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করা। এতে প্রধান অতিথি থাকবেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়া দেশবরেণ্য আরও অনেকেই উপস্থিত থাকবেন।’

তিনি জানান, নগরবাউল জেমস ছাড়াও এই কনসার্টে গান করবে মাকসুদ ও ঢাকা, ভাইকিংস, শিরোনামহীন, আর্টসেল, চিরকুট, শূন্য ও অ্যাবস্ট্রাকশন। কনসার্ট শুরু হবে বেলা ৩টায়। চলবে রাত ১১টা পর্যন্ত। জঙ্গিবাদবিরোধী এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত থাকবে। কনসার্ট ব্যবস্থাপনার দায়িত্বে আছে ফ্যাক্টর থ্রি সলিউশনস। আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন।

জেমসের ব্যাবস্থাপক রবিন ঠাকুর বলেন, ‘কনসার্ট হবে জঙ্গিবাদবিরোধী। সেখানে জেমস গাইবেন। গানের ফাঁকে ফাঁকে তিনি জঙ্গিবাদ বিরোধী নানা বক্তব্য দেবেন।’