DSC-thereport24মোবারক হোসেন : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার নির্বাচনে পরিচালক হয়েছেন এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান ও র‌্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. হানিফ ভূঁইয়া। আজ অনুষ্ঠিত ডিএসইর ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচনে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

এদিন সকাল সাড়ে ১০টায় মতিঝিলে ডিএসই ভবনের নিচতলায় এ ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপরে ভোট গণনা শেষে ফলাফল জানায় নির্বাচন কমিশন। তবে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে ডিএসইর ৫৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএমে)।

নির্বাচনে সর্বোচ্চ ১৪৯ ভোট পেয়ে মো. হানিফ ভূঁইয়া পরিচালক নির্বাচিত হয়েছেন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ ভোট পেয়ে পরিচালক হয়েছেন শরীফ আতাউর রহমান। আর অপর দুই প্রতিযোগির মধ্যে খাজা আসিফ আহমেদ ৮৮ ভোট ও মো. মিজানুর রহমান খান ৭৭ ভোট পেয়েছেন।

এবারের নির্বাচনে ডিএসইর বৈধ ভোটার ছিলেন ২৪৫ জন। এরমধ্যে ২২২ জন ভোট দিয়েছেন।

নির্বাচনে ২ পরিচালক পদের বিপরীতে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরা হলেন- এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, ধানমন্ডি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান খান, র‌্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. হানিফ ভূইয়া ও কান্ট্রি স্টকের ব্যবস্থাপনা পরিচালক খাজা আসিফ আহমেদ।

নবনির্বাচিত ২ পরিচালক বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক খাজা গোলাম রসুল ও মোহাম্মদ শাহজাহানের স্থলাভিষিক্ত হবেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুস সামাদের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের অধীনে এবারের নির্বাচন সম্পন্ন হয়েছে। কমিশনের অন্য ২ সদস্য হলেন- হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-উর-রশিদ ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর উদ্দিন আহমেদ।

ডিমিউচ্যুয়ালাইজেশনের আইন অনুসারে স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে মোট ১৩ জন সদস্য থাকেন। এর মধ্যে সাতজন স্বতন্ত্র পরিচালক, চারজন শেয়ারহোল্ডার পরিচালক, একজন কৌশলগত বিনিয়াগকারী পরিচালক ও ১ জন স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক। শেয়ারহোল্ডার পরিচালকরা স্টক এক্সচেঞ্জের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হন। কারো মেয়াদ শেষ হওয়ার পর শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠান করে ডিএসই।

সর্বশেষ ২০১৬ সালে শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের মাধ্যমে ডিএসইর পর্ষদে আসেন স্টক এক্সচেঞ্জটির সাবেক সভাপতি রকিবুর রহমান।