mujibদেশ প্রতিক্ষণ, ঢাকা : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দিয়েছেন, কলকাতার বেকার হোস্টেলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য থাকবে। এখান থেকে এ ভাস্কর্য সরবে না। যারা এর বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উগ্রবাদী সংগঠনগুলো কয়েক কয়েকদিন বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য সরানোর দাবি তোলার মধ্যে মুখ্যমন্ত্রী এ কথা জানালেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের দুই বাংলার প্রেরণা। তার ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না। কেউ প্রতিবাদ করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গত ১৭ মার্চ বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপনের পর ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মোহম্মদ কামরুজ্জামান এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে ফেলার দাবি জানান।

তিনি বলেন, ‘ইসলাম ধর্মে ভাস্কর্যের স্বীকৃতি নেই। হোস্টেলের ভেতর কোনো ইসলামবিরোধী কাঠামো গড়া অন্যায়।’