rizvi_22757নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আদালত।

মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ (বৃহস্পতিবার)। তবে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম নুর নবী তা মঞ্জুর করে এ নতুন দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় পরদিন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ১৫৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরে ২০১৪ সালের ২৪ মার্চ পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ১৪৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ২৫ আগস্ট রিজভীসহ ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

রিজভী ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপি নেতা জয়নাল আবদীন ফারুক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।