1451116773দেশ প্রতিক্ষণ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে শ্রীলঙ্কা দলে জায়গা পেয়েছিলেন কুশল পেরেরা। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে পড়লেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। যা লঙ্কানদের জন্য দুশ্চিন্তাই বয়ে আনল।

লঙ্কান ক্রিকেট ম্যানেজার অশঙ্কা গুরুসিনহা পেরেরার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডে সিরিজে কুশল পেরেরা দলে ছিলেন। কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বুধবার অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের হয়েও খেলেন তিনি। ওই ম্যাচে হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়েন ২৬ বছর বয়সি পেরেরা। যে কারণে প্রথম দুই ওয়ানডেতে পেরেরাকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

কুশল পেরেরার বদলি লঙ্কান দলে কে জায়গা পাচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। তবে শীঘ্রই তার বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করবেন স্বাগতিক দলের নির্বাচকরা।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে শুরু ২৫ মার্চ; ভেন্যু-ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২৮ মার্চ ও ১ এপ্রিল।