4bmvff1f1bba76og7y_800C450দেশ প্রতিক্ষণ, ডেস্ক : মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময়ে দেশটির নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীকে বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে এ ঘটনা ঘটে।

মিশরের সামরিক বাহিনীর মুখপাত্র আজ (বৃহস্পতিবার) বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান চলাকালেই বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। অভিযান চালিয়ে শত শত মোবাইল ফোন ভর্তি দু’টি গাড়ি আটক করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে জানানো হয়।

মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়। এর ফলে সৃষ্ট গোলযোগের সুযোগে গত কয়েক বছর ধরে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে। বেশিরভাগ হামলার দায়িত্ব স্বীকার করে বেলায়েতে সিনাই নামে একটি গোষ্ঠী। মিশরের সামরিক ও পুলিশ বাহিনীই এসব হামলার মূল টার্গেট।