envoyনিজস্ব প্রতিবেদক : শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলের পাঁচ উদ্যোক্তা পরিচালক। সূত্র জানায়, এই উদ্যোক্তা পরিচালকেরা হলেন- মো. কুতুব উদ্দিন আহমেদ, রাশিদা আহমেদ, আব্দুস সালাম মুর্শেদী, শারমিন সালাম ও শীরিন সালাম ঐশী। এই ৫ পরিচালক মোট ৮১ লাখ ৪৭ হাজার ৮৭৭টি শেয়ার হস্তান্তর করবেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মো. কুতুব উদ্দিন ও রশিদ আহমেদ যথাক্রমে ২৩ লাখ ৪৯ হাজার ৫০০ শেয়ার ও ৭ লাখ ৮৩ হাজার শেয়ার হস্তান্তর করবেন। এদের কাছে যথাক্রমে- ৫৭ লাখ ৭৯ হাজার ৯৫২টি ও ৩৯ লাখ ১৫ হাজার ৩৭৭টি শেয়ার আছে।

এই দুই উদ্যোক্তা পরিচালক তাদের মেয়ে সুমাইয়া আহমেদের কাছে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন।

এই কোম্পানির আরও দুই উদ্যোক্তা পরিচালক আব্দুস সালাম মুর্শেদী ও শারমিন সালাম উভয়ে যথাক্রমে- ৬ লাখ ও ৫ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এই দুই পরিচালকের কাছে যথাক্রমে- ৪৬ লাখ ৯৮ হাজার ৪৫২টি ও ৩৯ লাখ ১৫ হাজার ৩৭৭টি শেয়ার আছে।

এই দুই উদ্যোক্তা পরিচালক তাদের ছেলে ইশমাম সালামের কাছে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন।

এনভয়ের আরেক উদ্যোক্তা পরিচালক শীরিন সালাম ৫ লাখ শেয়ার তার ভাই ইশমাম সালামের কাছে হস্তান্তর করবেন।

এই ৫ উদ্যোক্তা পরিচালক আগামী ২৭ এপ্রিলের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসাবে দিতে পারবেন।