Final Picজবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। এ নিয়ে পদপ্রার্থীদের মধ্যে তুমুল দৌড়ঝাঁপ শুরু হয়েছে। জবি ক্যাম্পাসে আড্ডায়, ঢাবির মধুর ক্যান্টিন, টিএসসি, হাকিম চত্বর এমনকি
গুলিস্তান পার্টি অফিসে এই আলোচনার কমতি নেই।

কারা হচ্ছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আগামী দিনের কান্ডারি, কেমন তাঁদের জনপ্রিয়তা, দলের প্রতি কতটুকু আনুগত্যশীল এবং মেধাবী, পরিশ্রমী, রাজনীতিতে অভিজ্ঞ, নেতা-কর্মীদের আস্থাভাজন ও আন্দোলন-সংগ্রামে রাজপথের সক্রিয় ইত্যাদি বিষয়ে বিবেচনায় রয়েছে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সম্পূর্ণ স্বচ্ছ ভাবমূর্তির কর্মীরাই ছাত্রলীগের নেতৃত্বে আসবে। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, গত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে রাজপথে কার কী ভূমিকা ছিল। নির্বাচনের আগে ও পরে রাজপথে কারা ছিল সে হিসেবেই নতুন কমিটির নেতা নির্বাচিত হবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এফ. এম. শরিফুল ইসলাম বলেন, যারা দীঘ দিন সক্রিয় ছিল, দলীয় নীতি আদর্শের প্রশ্নে যারা অবিচল, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা জনপ্রিয় তারাই নেতৃত্বে আসবে।

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল বলেন, এ সম্মেলনের অনেকেই বিরোধিতা করছেন।

সম্মেলনবিরোধীরা যাতে সম্মেলনের দিন কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছি।’

সিরাজুল ইসলাম আরো বলেন, ‘নতুন কমিটির জন্য আমরা ক্লিন ইমেজের নেতা খুঁজছি। যারা মাদকাসক্ত, যাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে এবং যাদের বয়স ২৯ এর বেশি তাদেরকে নেতৃত্ব দেয়া হবে না।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়, স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন, ছাত্রদের কাছে জনপ্রিয়, ত্যাগী তারাই কমিটিতে স্থান পাবে।

জবি সম্মেলনে নেতৃত্বে যাঁরা এগিয়ে আছেন
যুগ্ম-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, সহসভাপতি মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম টিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান খাঁন , উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম ফরাজী সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল শেখ, গনযোগাযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ, সামজসেবা বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ ইবনে আহম্মেদ সুমন, মো. মাহবুবুল আলম খান রবিন, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মমিনুর রহমান মমিন ও সহসম্পাদক আফছার ।