1486289639_70224bdমো. সাজিদ খান : শুরুটা ভালো হলো না পুঁজিবাজারের। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এছাড়া কমেছে বাজার মূলধন। সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। সূচকের তীর লাল থেকেই লেনদেন শেষ হয়। গত সপ্তাহের শেষ কার্যদিবসে ব্যাপক দরপতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছিল। অনেকেই প্রত্যাশা করেছিল যে, হয়তো সপ্তাহের প্রথম কার্যদিবসটি ইতিবাচক হবে। কিন্ত সে আশায় গুড়েবালি। তবে এখনো হাল ছাড়েনি বিনিয়োগকারীরা এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, বিনিয়োগকারীরা আগের তুলনায় অনেক সচেতন। তাই তারা সূচক কমলেই তারাহুরো করে শেয়ার বিক্রি করছেনা। তারা অনেকেই বাজার পর্যবেক্ষণ করছে। যে কারণে সূচক কমলেও লেনদেন বাড়ছে না।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৮.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৯১.৩৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০১.৬৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৬.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৮৩.৯০ পয়েন্টে। আগের কার্যদিবসে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭১৯.৬১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩০৩.৭১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৯.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯০.৭৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ২০ কোটি ৬ লাখ ২৩ হাজার ২৩৮টি শেয়ার ১ লাখ ১৫ হাজার ৭১৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৪১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৫৫৩.৬০ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে মোট ২২ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ২৪৫টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ২৮৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮১৭ কোটি ৪৮ লাখ ৩১ হাজার ৮৬৭.৮০ টাকা।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আগের কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৯ হাজার ৩৪৪ কোটি ২ লাখ ৭১ হাজার ৯১৫.২৯ টাকা। আগের কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৯ হাজার ৮৩০ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার ৪০৫.৮৪ টাকা।

অন্যদিকে, আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৯.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৬২৯.২৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৬৫.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৬৮৮.৭৫ পয়েন্টে। এদিন সিএসই-৩০ ২১.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৫৬১.৫৮ পয়েন্টে। সিএসই-৫০ ৯.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৫.৬২ পয়েন্টে। এছাড়া সিএসসিআই ২.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৮৫.২০ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসই সার্বিক সূচক ৩৬.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৭৩৮.৩০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২০.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৭৫৩.৮৬ পয়েন্টে। এদিন সিএসই-৩০ ৭.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৫৮৩.৩৭ পয়েন্টে। সিএসই-৫০ ২.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩১৫.২২ পয়েন্টে। এছাড়া সিএসসিআই ৩.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৮৮.১৫ পয়েন্টে।

আজ সিএসইতে ১ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৭৩টি শেয়ার ১৩ হাজার ৬৭৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫৪ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ২৫৩.৮০ টাকা। আগের কার্যদিবসে সিএসইতে ১ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার ১৪৭টি শেয়ার ১৫ হাজার ৬২৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫৭ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ৭৭২.৫০ টাকা।

আজ সিএসইতে মোট লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৭২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আগের কার্যদিবসে সিএসইতে মোট লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

আজ সিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ১১ হাজার ৪৬৯ কোটি ৬৬ লাখ ৪২ হাজার ৭৮৬.২০ টাকা। আগের কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ৩ লাখ ১২ হাজার ৪৯৩ কোটি ২৭ লাখ ২১ হাজার ৯০০.২০ টাকা।