ঢাকা_স্টক_এক্সচেঞ্জ-এর_লোগো.svgবিশেষ প্রতিবেদক : ধীরে ধীরে হারানো রুপে ফিরতে শুরু করেছিল দেশের পুঁজিবাজার। ২০১০ সালের ধস পরবর্তী সময় থেকে টানা দর পতনে প্রায় সব শ্রেনীর বিনিয়োগকারীরাই বাজারের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সরকারের আন্তরিক প্রচেষ্টায় যেন বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার সৃষ্টি হলেও অজানা কারণে তা আবার বিপরীতমূখী অবস্থান নিয়েছে। পরিণতিতে চলতি বছরের মার্চের তুলনায় পুঁজিবাজারে বিদেশি নিট বিনিয়োগ কমেছে কমেছে ৭৮.৭৮ শতাংশ। এপ্রিলে পুঁজিবাজারে নিট বিনিয়োগ হয়েছে ৭০ কোটি ২ লাখ ১০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণও কমেছে। এপ্রিল মাসে বিদেশিরা ৮৬৭ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছেন। গত মার্চ মাসে এই লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯২ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসেবে আলোচ্য সময়ে লেনদেন কমেছে ২২৪ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা বা ২০.৫৬ শতাংশ।

এপ্রিল মাসে বিদেশি পোর্টফোলিওগুলোতে ৪৬৮ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার কেনা হয়েছে। যা মার্চ মাসে ছিল ৭১১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা। সেই হিসেবে এপ্রিল মাসে শেয়ার ক্রয়ের হার কমেছে ৩৪.০৭ শতাংশ বা ২৪২ কোটি ২৯ লাখ টাকার।

আর আলোচ্য মাসে বিদেশি পোর্টফোলিওগুলোতে মোট শেয়ার বিক্রির পরিমাণ ছিল ৩৯৮ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা। মার্চ মাসে এর পরিমাণ ছিল ৩৮১ কোটি ১০ লাখ টাকা। সেই হিসেবে শেয়ার বিক্রির হার বেড়েছে ৪.৬৪ শতাংশ বা ১৭ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার।

তবে অর্থবছরের হিসেবে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে পুঁজিবাজারে মোট বিদেশি লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৩৯ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে যার পরিমাণ ছিল ১ হাজার ৬৮২ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা। সেই হিসেবে আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২৬ শতাংশ।