xfull_870182908_1495028085.jpg.pagespeed.ic.I_-47USFomদেশ প্রতিক্ষণ, ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইংল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফুটবলার অ্যান্ড্রু ওর্ড। আগামী মাসের শুরুতে জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এ তথ্য জানান। তিনি বলেন, ন্যাশনাল টিমস কমিটির গতকাল বুধবারের সভায় সর্বসম্মিতক্রমে অ্যান্ড্রু ওর্ডকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে।

আবু নাঈম সোহাগ জানান, আগামী ১ জুন ঢাকায় আসবেন অ্যান্ড্রু ওর্ড। এরপর জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে কোচিংয়ের কাজ শুরু করবেন তিনি।

তিনি বলেন, আপাতত জাতীয় দলের কোনো খেলা নেই। তবে এএফসির বয়সভিত্তিক দুইটি টুর্নামেন্ট আছে চলতি বছরে। আপাতত যুব দলের কাজ দিয়ে শুরু হবে ওর্ডের বাংলাদেশ মিশন।

২০১৬ সালের সেপ্টেম্বর ভুটানের কাছে জাতীয় দলের পরাজয়ের পর থেকেই একজন নতুন বিদেশি কোচের সন্ধান করছিল বাফুফে। অবশেষে নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে সংস্থাটি।

ইংল্যান্ডের হার্ডার্সে জন্ম নেওয়া অ্যান্ড্রু ওর্ড অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে পার্থে থাকেন। সর্বশেষ অস্ট্রেলিয়ার এ লিগের পার্থ গ্লোরি ক্লাবের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এশিয়াতে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার।

২০১০ সালে থাইল্যান্ডের দল বেক তেরো সাসানার কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করা করেন ওর্ড। ২০১২ সালে দায়িত্ব নেন থাইল্যান্ডেরই মুয়াং থং ইউনাইটেডের ‘বি’ দলের। ২০১৩ সালে থেকে অস্ট্রেলিয়ার দল পার্থ গ্লোরির সহকারী কোচ ছিলেন তিনি।

তবে কোনো জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা নেই ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার অ্যান্ড্রু ওর্ডের। খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ারও আহামরি কিছু নয়। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দুইটি সেমি-প্রফেশনাল ক্লাবে খেলেছেন তিনি।

সর্বশেষ বাংলাদেশ দলের কোচ ছিলেন টম সেইন্টফিট। বিশ্বকাপ বাছাইয়ের ভরাডুবির পর বেলজিয়ামের এই কোচকে বরখাস্ত করে বাফুফে।