download

নিজস্ব প্রতিবেদক : রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) স্থাপিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক লেনদেন প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক। শতভাগ বিদেশি মালিকানার প্রতিষ্ঠানগুলো (এ-টাইপ প্রতিষ্ঠান) এখন থেকে বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাবে তাদের মূলধন রাখতে পারবে।

ইপিজেডের প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধা দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়ে গত রোববার এক সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ওই সার্কুলারে আরও বলা হয়েছে, দেশি-বিদেশি যৌথ উদ্যোগে স্থাপিত প্রতিষ্ঠানের (বি-টাইপ প্রতিষ্ঠান) বিদেশি উদ্যোক্তারাও ব্যাংকের বৈদেশিক মুদ্রা হিসাবে মূলধন রাখতে পারবেন। এছাড়া বি-টাইপ ও সম্পূর্ণ দেশি মালিনাকার প্রতিষ্ঠানগুলোকে (সি-টাইপ প্রতিষ্ঠান) স্থানীয় ব্যাংকের ঋণের অর্থে আমদানি করার জন্য বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না।