z-catagory1-520x360

দেশ প্রতিক্ষণ, ঢাকা : বাজার একটু ঊর্ধ্বমুখী হলেই ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের দর অন্যান্য ক্যাটাগরির তুলনায় বেশি বৃদ্ধি পায়। উৎপাদন বন্ধ, নেগেটিভ রিজার্ভ ও ধারাবাহিক লোকসান থাকলেও কতিপয় ব্যক্তির পৃষ্ঠপোষকতায় এসব কোম্পানির শেয়ার লেনদেনে কারসাজি হয়ে থাকে।

আর এই কারসাজি রোধ করতে অর্থাৎ ‘জেড’ ক্যাটাগরির লাগাম টানতে নতুন নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেসব নির্দেশনা আসবে এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘জেড’ ক্যাটাগরির শেয়ার কেনার সময় বিনিয়োগকারীর জাতীয় পরিচয় পত্র (এনআইডি) লাগবে। এছাড়া শেয়ার কেনার আগেই টাকা জমা দিতে হবে। খুব শিগগিরই নিয়ন্ত্রক সংস্থা ‘জেড’ ক্যাটাগরির বিষয়ে নির্দেশনা জারি করবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিকে ৪টি ক্যাটাগরির (এ,বি,এন এবং জেড) আওতায় রাখা হয়েছে। এর মধ্যে যেসব কোম্পানি ডিভিডেন্ড দেয় না, বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে না, ৬ মাসের বেশি উৎপাদন বন্ধ ইত্যাদি ইস্যুতে তাদেরকে ‘জেড’ ক্যাটাগরির আওতায় রাখা হয়। এই ‘জেড’ ক্যাটাগরির আওতাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার লেনদেনে ম্যাচিউরড সময় ৯ কার্যদিবস (টি-৯) রাখা হয়েছে। এছাড়া এই ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেনে কোনো মার্জিন ঋণ সুবিধাও পাওয়া যাবে না বলে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা রয়েছে।

জানা যায়, বর্তমানে স্টক এক্সচেঞ্জে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির সংখ্যা ৪৫টি। কোম্পানিগুলো হলো: অলটেক্স ইন্ডাষ্ট্রিজ, আজিজ পাইপস, বঙ্গজ, বিডি সার্ভিস, বিডি ওয়েল্ডিং, বিচ হ্যাচারী, বিআইএফসি, বেক্সিমকো সিনথেটিকস, ঢাকা ডায়িং, দেশবন্ধু পলিমার, দুলামিয়া কটন, ফারইষ্ট ফাইন্যান্স, আইসিবিআই ব্যাংক, ইমাম বাটন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জনতা ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, কে অ্যান্ড কিউ, কেপিপিএল, লিগ্যাসি ফুটওয়্যার, ম্যাকসন স্পিনিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, মেট্রো স্পিনিং, মাইডাস ফাইন্যান্স, মডার্ন ডায়িং, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পিপলস লিজিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রহিমা ফুড, সমতা লেদার, সুহৃদ ইন্ডাষ্ট্রিজ, শ্যামপুর সুগার, সিনোবাংলা, সোনারগা টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ঝিলবাংলা সুগার মিলস লিমিটেড।