decrease

দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজারের শীর্ষে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর ৫ পয়সা বা ৪ দশমিক ৩৫ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ৭৮ বারে কোম্পানির ৬২ হাজার ২৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটন লিমিটেডের শেয়ার দর ৮০ পয়সা বা ৭ দশমিক ৮৪ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৩ বারে ৪৩ হাজার ৭৫০টি শেয়ার লেনদেন করেছে।

লুজারের তৃতীয় স্থানে থাকা রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ার দর ৯ টাকা ১ পয়সা বা ৫ দশমিক ৩২ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ১৬২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৮১ বারে ৯৪ হাজার ৩৯৫টি শেয়ার লেনদেন করেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, মডার্ণ ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং বঙ্গজ লিমিটেড।