7937920fb86fa5b6a235af5310e6e3ab-5721cf78a8cc4

দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দর ৪ পয়সা বা ১ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭২ বারে ১ লাখ ৯৪ হাজার ১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা বা ৭ দশমিক ৪১ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা দরে লেনদেন হয়। ২৭৮ বারে ৪ লাখ ২৭ হাজার ১৫১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ অটোকারস লিমিটেডের ৫ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ১১ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৮০০ বারে ১ কোটি ৯৪ লাখ ১৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যামবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডেল্টা স্পিনার্স লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, হাক্কানি পাল্প লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড।