Basic+Bank

দেশ প্রতিক্ষণ, ঢাকা : ঋণ জালিয়াতির ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেয়।

ব্যাংকটির শান্তিনগর শাখা থেকে ২০১০ সালে ৪০ কোটি টাকা ঋণ অনুমোদনের ঘটনা ৬০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেয় হাইকোর্ট।

ওই ঋণ জালিয়াতির ঘটনায় আনা মামলায় এক আসামী শাহজাহান আলীর জামিন সংক্রান্ত বিষয়ে আনা দুদকের রিভিশন আবেদনের শুনানিকালে এ আদেশ দেয় হাইকোর্ট।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি সাংবাদিকদের বলেন, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু ও তার নেতৃত্বে পরিচালনা পর্ষদ ২০১০ সালে এ ঋণ অনুমোদন দিয়েছিল। যথাযথ ডকুমেন্ট ছাড়াই এ ঋণ দেয়া হয়েছিল। এ ঘটনায় দুদক ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করে।